Saturday, March 7, 2009

কোথায় যে যাই!

কোথায় যে যাই, কি যে চাই কিছুই বুঝতে পারি না। কোন ব্যাপারেই মন সংযোগ করতে পারি না। কি কোন কাজে,কি কোনও জায়গাতে,কি কোনও পুরুষ, বা নারী তে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাই নি আসতে। তাই পৌঁছে আবার রওনা হই, কোথায় যাব, যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই, ঠিক খান থেকেই ভালোবাসার, সন্মানের আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌড়ে যাই, অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই, সেই নিশ্চিত উষ্ণতার দিকে, তখন পৌঁছে দেখি, আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে। সব পাই,আবার কিছুমাত্রও পাই না।
শ্রীকান্তের একটা গান খুজতে খুজতে কিভাবে যেন এই লাইন টা পেয়ে গেলাম। লাইনটার মধ্যে বহুদিন আগে রাসেল এর জানতে চাওয়া একটা প্রশ্নের উত্তর আছে। আমর কি পারছি ভবঘুরে হতে? মনে হয় না, আমরা কি পারছি স্থির হতে? মনে হয় না, আমরা কি পারছি?

1 comment:

Please, no abusive word, no spam.