Monday, August 31, 2009

বিচ্ছিন্ন মানুষ!

মানুষ এক অদ্ভুত প্রানী এই অদ্ভুত গ্রহে, মানুষ কি কখনও জানে সে কি চায়? গত এক বছরের নিষঙ্গ জীবনে কতবার ভেবেছি আহ! যদি পেতাম একজন মানুষ যার সাথে কথা বলা যাবে, আর আজ যখন পেলাম তখন খুজে মরি আমার হারিয়ে যাওয়া নিসঙ্গতা। আমি হয়ত নিজেই জানি না আমি কি চাই। যা চাই, তা আদঔ কি চাই, যা পাই কেনই বা তা চাই? অনেক প্রশ্নের ভিরে আমি খুজে ফিরি নিজেকে প্রতিনিয়ত। বব ডিলনের মত আমারও খুব জানতে ইচ্ছে করে কতটা পথ পেরুলে পরে মানুষ বলা যায়?

মানুষ! বিচ্ছন্ন এই গ্রহের বিচ্ছিন্ন মানুষ! আমরা সবাই কি বিচ্ছিন্ন নই? খুব জানতে ইচ্ছে করে, কোন অদ্ভুত রসায়ন মানুষকে মানুষ বানায়? মানুষ কি শুধুই একটি মানুষ নাকি অনেক মানুষের একটা সম্মিলিত প্রতিচ্ছবি? মাঝে মাঝে মনে হয় আমার ভেতরের মানুষটা কে বার করে জিঙ্গেস করি, সে কি চায়? আমি জানি সেও আমার মত অন্ধ, সেও কিচ্ছু জানে না, শুধু জানে বেচে থাকতে। আমি আসলে কিছুই জানি না, আমি শুধু জানি আমার কি নাই। আমি বার বার প্রতিবাদ করি আমার কেন নাই। আমি ভুলে যাই আমার কত কি আছে, আমার আছে জীবন, আমার আছে অদ্ভুত এক রসায়ন, যা আমাকে প্রতিনিয়ত মানুষ বলে মনে করিয়ে দেয়।

আমি কেন এমন হলাম? যদি এমন না হতাম তবে কেমন হতাম? কেমন হলে আমার মনে হত আমি ভাল আছি? কেমন হলে মনে হত আমি ঠিক আমার মত? আমার কত প্রশ্ন! আমার কত কিছু জানার আছে, আমি জানতে চাই, ঠিক আমার মত করে। পারি না, জানি না পারব কি না, জানি না কবে পারব, তবে একদিন হয়ত পারব, ঠিক পারব।

Wednesday, August 26, 2009

Nondeterministic vs. Deterministic

Is human mind nondeterministic? I was trying to sleep last night and it was not helping much. Then I had tried meditation. I am never good at it. Every time I tried meditation, I got distracted but I find an interesting thing yesterday. Every time I had started with a big light source right above my head and I am laying supine in a scenic place. I was trying to concentrate on the big light source and try to feel the emptiness inside my mind with deep breath. I think the starting was okay but after every several minutes or so I found myself thinking something else, something very unrelated with my original point.

First few times I had tried to discover the chain of thought, how I get into this point? I found it is very difficult to backtrack the string of thoughts (but I was able to track it back for twice or trice). Then I tried to find the relation, the relation between the points I end up with my real life. Interestingly I got confused, I am not sure if there is any relation at all. Then I start playing with my thoughts. Every time I start from same point and try to concentrate but after some time I found me in entirely different place. So I tried to memorize the places and I was trying to find any relationship among the different places. Interestingly it is hard to find any real relation among the end points. I feel like my thought process randomly roaming around. I feel like it is a nondeterministic process. It is a very interesting nondeterministic process the same start point can take you to the entirely different end point.

Apparently human thought process is not entirely random and we can drive it to a desired direction (I am not sure, is it a desired direction or we took it as desired direction). Anyway, I agree that we are controlling our thoughts in some way, so this is a deterministic process. Now there is a mystery how we drive a nondeterministic process into a deterministic one. There might be another possibility, some part of our brain is nondeterministic and some are deterministic. But I can always argue that they are not deterministic rather they only keep the fit infants which makes them more like deterministic. Finally if there such a transformation exists then why can’t we use them in nondeterministic computing? Genetic process could be a way of transforming a nondeterministic one into a deterministic one or maybe something entirely different. (Probably I had slept at this point…)

Sunday, August 23, 2009

Memento

I have watched a very interesting kind of movie today, “Memento”. It was backward kind of movie; I mean it was portrayed backward or reverse chronologically. It was portraying a patient who cannot hold new memories. The backward concept is not entirely new and so the disease. I like the combination of the story and the portraying. I am convinced that this kind portraying is probably good for this kind storyline. I must say this is one of those movies which make me think about it. Of course they showed some bizarre idea of coping with life for such a patient.

On the top of all these, I feel like they want to show some another ideas. The fact is always subject dependent. The subject decides the fact and then subject concludes from the same fact. It is always hard to tell what is a fact. And then even if it convinces itself about the fact, different circumstances deserve different interpretations and conclusions. A fact is not indifferent of interpretation. Fact is a mystery and conclusion is relative. So what else we have? :D

Finally the tagline, “Some memories are best forgotten” is kind of universal truth but I found it little bit irrelevant for this movie. At least the famous saying is not about this kind of context. Overall, I strongly recommend this movie. I would probably name it as one of my favorites.

Sunday, August 16, 2009

How is life?

I complete waste of a day. I had so many things to do but I did nothing. Even I couldn’t sleep last night. I had tried two or three times during the day but it didn’t help. What I did is stupid rubbish talks. I kept so many things for the weekend but I did literally nothing. This should not happen anymore. I should be careful about wasting my time. Time is passing on. I really don’t have much time to prepare everything. I can see, I will be on rush very soon. What Can I do? I am stuck with a problem since last month. I have to find a better solution for that problem. I have already made few big decisions and those messed up all things. So I am in a mess now. I have to fix it up. I have to fix all of these, the life, the research, everything.

I couldn’t sleep for last few days. It means I am tense. It is not good. Working hard is not bad but being tense is not good. I should be relaxed but I can’t. Something is bothering me badly. The problem is I don’t know exactly what it is. It’s like I am afraid of an enemy that doesn’t exist. This state is not quite comfortable. Anyway, hope for the best!

Tuesday, August 11, 2009

The Unforgiven

New blood joins this earth
And quickly he's subdued
Through constant pained disgrace
The young boy learns their rules

With time, the child draws in
This whipping boy done wrong
Deprived of all his thoughts
The young man struggles on and on, he's known
A vow unto his own
That never from this day
His will they'll take away

What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never be
Never see
Won't see what might have been

What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never free
Never me
So I dub thee “Unforgiven”

They dedicate their lives
To running all of his
He tries to please them all
This bitter man he is

Throughout his life the same
He's battled constantly
This fight he cannot win
A tired man they see no longer cares
The old man then prepares
To die regretfully
That old man here is me

What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never be
Never see
Won't see what might have been

What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never free
Never me
So I dub thee “Unforgiven”

You labeled me
I'll label you
So I dub thee “Unforgiven”

[Metallica' 1991][Youtube]

Sunday, August 9, 2009

Nothing else Matters

So close no matter how far
Couldn't be much more from the heart
Forever trusting who we are
And nothing else matters

Never opened myself this way
Life is ours, we live it our way
All these words I don't just say
And nothing else matters

Trust I seek and I find in you
Every day for us something new
Open mind for a different view
And nothing else matters

Never cared for what they do
Never cared for what they know
But I know

So close no matter how far
It couldn't be much more from the heart
Forever trusting who we are
And nothing else matters

Never cared for what they do
Never cared for what they know
But I know

I never opened myself this way
Life is ours, we live it our way
All these words I don't just say
And nothing else matters

Trust I seek and I find in you
Every day for us something new
Open mind for a different view
And nothing else matters

Never cared for what they say
Never cared for games they play
Never cared for what they do
Never cared for what they know
And I know

So close no matter how far
Couldn't be much more from the heart
Forever trusting who we are
No, nothing else matters

[Metallica' 1991][Youtube][wiki]

দুঃখবিলাস

আরেকটা দিন চলে গেল ছুটি থেকে আসার পর। দিন গুলো কেমন যেন বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে। প্রতিটা দিন যাবার সময় বলে যায় তোকে ক্ষানিকটা বদলে দিয়ে গেলাম।দেখ, নিয়ে গেলাম তোর জীবন থেকে আরো ক্ষানিকটা। দিন গুলো খুব অদ্ভুত, মনে হয় যেন গালি দিয়ে যাচ্ছে। ভাবতে কষ্ট হয় এরই মধ্যে একটা বছর পার করে ফেলেছি। এরকম দিন গুলোতে কেমন যেন উদাস থাকতে ভাল লাগে। অনেক্ষন হল বাতি নিভিয়ে বসে আছি, কয়েকটা রবীন্দ্রনাথের গানের সাথে। আপনারে আমি খুজিয়া বেরাই, প্রতিনিয়ত, অনুক্ষন, প্রতিক্ষন।

অদ্ভুত এক শূন্যতায় ভরা বিষন্ন এই সময়। অনেকদিন আগে বিটিভি তে কি যেন একটা দেখাত, বলতো বিষন্নতা একটি রোগ। সময়কে আজ রোগে ধরেছে, রোগাক্রান্ত এই সময় কিই বা আর দিতে পারবে। আকাশের পাখিগুলোর দিকে তাকালে বড্ড কষ্ট হয়, মনে হয় ওরাও গান ভুলে যাচ্ছে, হয়ে পড়ছে বিষন্ন। মাঝে মাঝে মনে হয় জীবনটা কে দুমড়ে ছুড়ে ফেলে দেই, ট্রাসবক্সে, কিন্তু আমি জানি ঐ ট্রাস কখনও ক্লিন করা হবে না।

খুব কাদতে ইচ্ছা হয় মাঝে মাঝে, চোখে পানি আসে না, আমার চোখে কখনই পানি আসে না। সব পানি কোথায় যেন হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার প্রথম ভালবাসার মত করে। ইচ্ছে করলেও আর আসে না। সেই যে কোথায় হারিয়ে গেল আর খুজে পাই না। গভীর রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, পানি খাই, তারপর ল্যাপটপটা কে কিছুক্ষন নাড়াচাড়া করি। রাসেল বলে, ল্যাপটপে বন্দ্ধি জীবন। হেলাল হাফিজের মত করে বলতে ইচ্ছে করে, "সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতোটা পথ একলা এলাম শুশ্রূষাহীন। কেউ ডাকেনি তবু এলাম" কিন্তু আমি যে তার মত করে বলতে পারিনা, "বলতে এলাম ভালোবাসি"। আমি ত ভালবাসি না। আমি ঘৃনা করি। আমি আমার বর্তমানকে ঘৃনা করি, আমি আমার অতীতকে ভালবাসি, আমি আমার ভবিষ্যতের দিকে আগাই, এ এক ভয়ংকর দুঃখবিলাস।

Friday, August 7, 2009

Rassel, Hasib & Me!!!

It was a super extra ordinary vacation. Rassel, Hasib and me!!! Wow!!! We had fun, we had joy, we had… We met one another exactly one year later after we left Dhaka. At last, we make it happen. Probably, we start planning since we came here. Finally I don’t know how but we make it happen. We all met at Chicago exactly after one year Hasib & I came here. We had wonderful time together again. Last week was my best week in USA.

Most interesting part was, Hasib came to me yesterday and asking (kind of whispering) “You are having fun, right?” I was black out for a while. It would be my best week even if we spent the entire week sitting in his apartment. I feel bad when I was coming back today. For some reason I was thinking about it during my entire flight time. I feel like somewhere, something got changed. Maybe I am wrong, I wish I am. Maybe I am making life more complicated than it really is.

I saw Hasib sacrificing couple of times for us. That is not usual for Hasib. Maybe he became more matured; usually Rassel is the one who used to play that role. As usual, Rassel brutally f**ked his physical fitness. I have no idea where is he going and how does he get at that point. Although Rassel claims he is more patient than before, I feel like he is not. Anyway, @Rassel, you should take care of yourself.

Saint Louis, MO

Milwaukee, WI

Turkey Run State Park, IN

Chicago, IL

Champaign, IL

Saturday, August 1, 2009

পাগলা হাওয়া

আজকে হঠাৎ তানভীরকে ফোন করলাম, আসলে হঠাৎ না বেপারটা, কালকে আমি এই সময়ে হ্য়ত ওর ঐখানেই থাকবো, তাই ফোন করেছিলাম। আসলে সেই কারনেও ঠিক ফোন করি নাই, ইচ্ছা হয়েছিল তা্ই ফোন করেছিলাম, কারন সব কিছু যখন হাসিবের ম্যানেজ করার কথা, তখন আমার কোন চিন্তা না করাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ঠিক কথা হচ্ছিল না আমাদের মধ্যে। খানিক্ষনের নিরবতার পর কেউ একজন একটা কথা বলতেছিলাম, একসময় আমরা দুজনেই উপলব্ধি করতে পারলাম, আমরা আসলে ফোনে কথা বলার জন্যে খুবই বাজে কম্বিনেশন। শুধু শুনেও যে আড্ডা দেয়া যায়, তানভীর তার উজ্জল উদাহরন। আর আমি তো কখনঐ বিষয় খুজে পাই না। কেন জানি বেপারটা ইদানিং লেখার বেলাতেও হচ্ছে, আজকাল আর ঠিক বিষয় খুজে পাই না, আর একই নাকি কান্না করতে আর ভালও লাগে না। তাই লেখাও হয় আগের চেয়ে অনেক কম।

এইবার ইনশাল্লাহ অনেক জা্য়গা ঘুরে ফেলব এই দেশটার। ঘুরে বেড়াতে আমার ধারনা সবাই পছন্দ করে। তবে এত আয়োজন করে ঘুরে বেড়ানো আমার কখনই খুব পছন্দ না। তবে কি আর করা, এই দেশ আর তাতে আমার অবস্থান সব মিলিয়ে ঠিক আর আমাদের হঠাৎ ঘুরে বেড়ানটা আর ঠিক হয়ে উঠে না। ঠিক কি যেন একটা জিনিস নাই এই এক মাস আগে প্লেনে টিকেট কেটে ঘুড়তে যাওয়ার মধ্যে, যা ছিল হঠাৎ আলমের দোকান থেকে উঠে চলে যাবার মধ্যে। অনেক দুর দুরান্তে হয়ত যাচ্ছি, কিন্তু তবুও কি জানি একটা জিনিস নাই। উত্তেজনা হয়ত আছে, তবে তার অনেকটাই ঘুরতে যাচ্ছি বলে নয়, বরং একসাথে আবার সবাই হতে থাকতে পারব বলে, নতুন যায়গা বলে। হয়ত দ্বিতয়বার একই যায়গায় যাবার আর আগ্রহ থাকবে না। অথচ, আমি আরও হাজার বার আমাদের পুরন সব জা্যগায় যেতে পারি। শুধু দেশটার দোষ দিয়ে আর কি লাভ, আমরাও কি খানিকটা বদলে যাইনি?

আব্বুর সাথে কথা হচ্ছিল কালকে, বাবলী, আম্মু সবার সাথেই। কেমন যেন একটা অসহায় ভাব প্রকাশ পায়, আজকাল ওদের কথায়। কথায় কেমন যেন একটা ভাব। ওরাও হয়ত আজকাল একটু হতাশ। আমি নেই, বাবলীও হয়ত থাকবে না আর কয়েক দিন পরে ওদের কাছে। বরই বিচিত্র এই মনুষ্য জীবন!