এখন তুমি কোথায় আছ কেমন আছ, পত্র দিও।
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখা টা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও।
ক্যালেন্ডারের কোন পাতা টা আমার মত খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।
কোন কথাটা অষ্ট প্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতি টা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিও, পত্র দিও।
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে?
আমি না হয় ভালবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নিজ'নতা খুন করেছি, কী আসে যায়?
এক জীবনে কতটা আর নষ্ট হবে,
এক মানবী কতটাই বা কষ্ট দেবে!
[হেলাল হাফিজ]
beshi dibena sir... :)
ReplyDelete@ clay bird
ReplyDeleteHw do u knw dat!!