Tuesday, August 11, 2009

The Unforgiven

New blood joins this earth
And quickly he's subdued
Through constant pained disgrace
The young boy learns their rules

With time, the child draws in
This whipping boy done wrong
Deprived of all his thoughts
The young man struggles on and on, he's known
A vow unto his own
That never from this day
His will they'll take away

What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never be
Never see
Won't see what might have been

What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never free
Never me
So I dub thee “Unforgiven”

They dedicate their lives
To running all of his
He tries to please them all
This bitter man he is

Throughout his life the same
He's battled constantly
This fight he cannot win
A tired man they see no longer cares
The old man then prepares
To die regretfully
That old man here is me

What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never be
Never see
Won't see what might have been

What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never free
Never me
So I dub thee “Unforgiven”

You labeled me
I'll label you
So I dub thee “Unforgiven”

[Metallica' 1991][Youtube]

Sunday, August 9, 2009

Nothing else Matters

So close no matter how far
Couldn't be much more from the heart
Forever trusting who we are
And nothing else matters

Never opened myself this way
Life is ours, we live it our way
All these words I don't just say
And nothing else matters

Trust I seek and I find in you
Every day for us something new
Open mind for a different view
And nothing else matters

Never cared for what they do
Never cared for what they know
But I know

So close no matter how far
It couldn't be much more from the heart
Forever trusting who we are
And nothing else matters

Never cared for what they do
Never cared for what they know
But I know

I never opened myself this way
Life is ours, we live it our way
All these words I don't just say
And nothing else matters

Trust I seek and I find in you
Every day for us something new
Open mind for a different view
And nothing else matters

Never cared for what they say
Never cared for games they play
Never cared for what they do
Never cared for what they know
And I know

So close no matter how far
Couldn't be much more from the heart
Forever trusting who we are
No, nothing else matters

[Metallica' 1991][Youtube][wiki]

দুঃখবিলাস

আরেকটা দিন চলে গেল ছুটি থেকে আসার পর। দিন গুলো কেমন যেন বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে। প্রতিটা দিন যাবার সময় বলে যায় তোকে ক্ষানিকটা বদলে দিয়ে গেলাম।দেখ, নিয়ে গেলাম তোর জীবন থেকে আরো ক্ষানিকটা। দিন গুলো খুব অদ্ভুত, মনে হয় যেন গালি দিয়ে যাচ্ছে। ভাবতে কষ্ট হয় এরই মধ্যে একটা বছর পার করে ফেলেছি। এরকম দিন গুলোতে কেমন যেন উদাস থাকতে ভাল লাগে। অনেক্ষন হল বাতি নিভিয়ে বসে আছি, কয়েকটা রবীন্দ্রনাথের গানের সাথে। আপনারে আমি খুজিয়া বেরাই, প্রতিনিয়ত, অনুক্ষন, প্রতিক্ষন।

অদ্ভুত এক শূন্যতায় ভরা বিষন্ন এই সময়। অনেকদিন আগে বিটিভি তে কি যেন একটা দেখাত, বলতো বিষন্নতা একটি রোগ। সময়কে আজ রোগে ধরেছে, রোগাক্রান্ত এই সময় কিই বা আর দিতে পারবে। আকাশের পাখিগুলোর দিকে তাকালে বড্ড কষ্ট হয়, মনে হয় ওরাও গান ভুলে যাচ্ছে, হয়ে পড়ছে বিষন্ন। মাঝে মাঝে মনে হয় জীবনটা কে দুমড়ে ছুড়ে ফেলে দেই, ট্রাসবক্সে, কিন্তু আমি জানি ঐ ট্রাস কখনও ক্লিন করা হবে না।

খুব কাদতে ইচ্ছা হয় মাঝে মাঝে, চোখে পানি আসে না, আমার চোখে কখনই পানি আসে না। সব পানি কোথায় যেন হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার প্রথম ভালবাসার মত করে। ইচ্ছে করলেও আর আসে না। সেই যে কোথায় হারিয়ে গেল আর খুজে পাই না। গভীর রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, পানি খাই, তারপর ল্যাপটপটা কে কিছুক্ষন নাড়াচাড়া করি। রাসেল বলে, ল্যাপটপে বন্দ্ধি জীবন। হেলাল হাফিজের মত করে বলতে ইচ্ছে করে, "সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতোটা পথ একলা এলাম শুশ্রূষাহীন। কেউ ডাকেনি তবু এলাম" কিন্তু আমি যে তার মত করে বলতে পারিনা, "বলতে এলাম ভালোবাসি"। আমি ত ভালবাসি না। আমি ঘৃনা করি। আমি আমার বর্তমানকে ঘৃনা করি, আমি আমার অতীতকে ভালবাসি, আমি আমার ভবিষ্যতের দিকে আগাই, এ এক ভয়ংকর দুঃখবিলাস।

Friday, August 7, 2009

Rassel, Hasib & Me!!!

It was a super extra ordinary vacation. Rassel, Hasib and me!!! Wow!!! We had fun, we had joy, we had… We met one another exactly one year later after we left Dhaka. At last, we make it happen. Probably, we start planning since we came here. Finally I don’t know how but we make it happen. We all met at Chicago exactly after one year Hasib & I came here. We had wonderful time together again. Last week was my best week in USA.

Most interesting part was, Hasib came to me yesterday and asking (kind of whispering) “You are having fun, right?” I was black out for a while. It would be my best week even if we spent the entire week sitting in his apartment. I feel bad when I was coming back today. For some reason I was thinking about it during my entire flight time. I feel like somewhere, something got changed. Maybe I am wrong, I wish I am. Maybe I am making life more complicated than it really is.

I saw Hasib sacrificing couple of times for us. That is not usual for Hasib. Maybe he became more matured; usually Rassel is the one who used to play that role. As usual, Rassel brutally f**ked his physical fitness. I have no idea where is he going and how does he get at that point. Although Rassel claims he is more patient than before, I feel like he is not. Anyway, @Rassel, you should take care of yourself.

Saint Louis, MO

Milwaukee, WI

Turkey Run State Park, IN

Chicago, IL

Champaign, IL

Saturday, August 1, 2009

পাগলা হাওয়া

আজকে হঠাৎ তানভীরকে ফোন করলাম, আসলে হঠাৎ না বেপারটা, কালকে আমি এই সময়ে হ্য়ত ওর ঐখানেই থাকবো, তাই ফোন করেছিলাম। আসলে সেই কারনেও ঠিক ফোন করি নাই, ইচ্ছা হয়েছিল তা্ই ফোন করেছিলাম, কারন সব কিছু যখন হাসিবের ম্যানেজ করার কথা, তখন আমার কোন চিন্তা না করাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ঠিক কথা হচ্ছিল না আমাদের মধ্যে। খানিক্ষনের নিরবতার পর কেউ একজন একটা কথা বলতেছিলাম, একসময় আমরা দুজনেই উপলব্ধি করতে পারলাম, আমরা আসলে ফোনে কথা বলার জন্যে খুবই বাজে কম্বিনেশন। শুধু শুনেও যে আড্ডা দেয়া যায়, তানভীর তার উজ্জল উদাহরন। আর আমি তো কখনঐ বিষয় খুজে পাই না। কেন জানি বেপারটা ইদানিং লেখার বেলাতেও হচ্ছে, আজকাল আর ঠিক বিষয় খুজে পাই না, আর একই নাকি কান্না করতে আর ভালও লাগে না। তাই লেখাও হয় আগের চেয়ে অনেক কম।

এইবার ইনশাল্লাহ অনেক জা্য়গা ঘুরে ফেলব এই দেশটার। ঘুরে বেড়াতে আমার ধারনা সবাই পছন্দ করে। তবে এত আয়োজন করে ঘুরে বেড়ানো আমার কখনই খুব পছন্দ না। তবে কি আর করা, এই দেশ আর তাতে আমার অবস্থান সব মিলিয়ে ঠিক আর আমাদের হঠাৎ ঘুরে বেড়ানটা আর ঠিক হয়ে উঠে না। ঠিক কি যেন একটা জিনিস নাই এই এক মাস আগে প্লেনে টিকেট কেটে ঘুড়তে যাওয়ার মধ্যে, যা ছিল হঠাৎ আলমের দোকান থেকে উঠে চলে যাবার মধ্যে। অনেক দুর দুরান্তে হয়ত যাচ্ছি, কিন্তু তবুও কি জানি একটা জিনিস নাই। উত্তেজনা হয়ত আছে, তবে তার অনেকটাই ঘুরতে যাচ্ছি বলে নয়, বরং একসাথে আবার সবাই হতে থাকতে পারব বলে, নতুন যায়গা বলে। হয়ত দ্বিতয়বার একই যায়গায় যাবার আর আগ্রহ থাকবে না। অথচ, আমি আরও হাজার বার আমাদের পুরন সব জা্যগায় যেতে পারি। শুধু দেশটার দোষ দিয়ে আর কি লাভ, আমরাও কি খানিকটা বদলে যাইনি?

আব্বুর সাথে কথা হচ্ছিল কালকে, বাবলী, আম্মু সবার সাথেই। কেমন যেন একটা অসহায় ভাব প্রকাশ পায়, আজকাল ওদের কথায়। কথায় কেমন যেন একটা ভাব। ওরাও হয়ত আজকাল একটু হতাশ। আমি নেই, বাবলীও হয়ত থাকবে না আর কয়েক দিন পরে ওদের কাছে। বরই বিচিত্র এই মনুষ্য জীবন!