Saturday, December 3, 2016

এ মায়া প্রপঞ্চময়

এ মায়া প্রপঞ্চময়
ভব রঙ্গমঞ্চ মাঝে, রঙের নট নটবর হরি
যারে যা সাজান সেই তাই সাজে
এ মায়া প্রপঞ্চময়
মাতৃসাজে সেজেছিস মা
করিতে স্নেহের অভিনয়,
কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমি তোর সেজেছি তনয়
এই নাটকের এই অঙ্কে
স্থান পেয়েছি মা তোর অঙ্কে
হয়তো পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে
এ মায়া প্রপঞ্চময়
কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়াসূত্রে সবাই গাথাঁ
কেহ পুত্র, কেহ মিত্র, কেহ ভার্যা, কেহ ভ্রাতা
কেউ সেজে এসেছেন পিতা
কেহ স্নেহময়ী মাতা
কত রঙের অভিনেতা
আছেন কত সাজে সেজে
এ মায়া প্রপঞ্চময়
যার যখন হতেছে সাঙ্গ
এ রঙ্গভূমির অভিনয়
কাকস্য পরিবেদনা
তখন সে আর কারো নয়
কোথা রয় প্রেয়সীর প্রণয়
পুত্র কন্যার কাতর বিনয়
শুনেনা সে কারো অনুনয়
চলে যায় সাজশয্যা থেকে
এ মায়া প্রপঞ্চময়
না হইলে কর্মশেষ
কত যাব মা কত আসব
সঙ সেজে সংসার মাঝে
কত হাসব কত কাঁদব
ভূষণ বলে যবে আসব
মায়ামোহ তবে নাশব
মহাযোগে তবে বসব
মিশব হরির পদরজে
এ মায়া প্রপঞ্চময়

Thursday, April 7, 2016

I'm going slightly mad

When the outside temperature rises
And the meaning is oh so clear
One thousand and one yellow daffodils
Begin to dance in front of you, oh dear
Are they trying to tell you something?
You're missing that one final screw
You're simply not in the pink my dear
To be honest you haven't got a clue
I'm going slightly mad
I'm going slightly mad
It finally happened, happened
It finally happened, ooh woh
It finally happened, I'm slightly mad
Oh dear

I'm one card short of a full deck
I'm not quite the shilling
One wave short of a shipwreck
I'm not my usual top billing
I'm coming down with a fever
I'm really out to sea
This kettle is boiling over
I think I'm a banana tree
Oh dear
I'm going slightly mad
I'm going slightly mad (I'm going slightly mad)
It finally happened, happened
It finally happened, uh huh
It finally happened, I'm slightly mad
Oh dear

Uh uh ah ah
Uh uh ah ah


I'm knitting with only one needle
Unraveling fast it's true
I'm driving only three wheels these days
But my dear, how about you?
I'm going slightly mad
I'm going slightly mad
It finally happened
It finally happened, oh yes
It finally happened
I'm slightly mad
Just very slightly mad
And there you have it

[Queen]